
সাভারে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) রাত থেকে আজ দুপুর পর্যন্তঅভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা গতকাল সাভারে বিক্ষোভ মিছিল করে দেশকে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করেন। পরে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১২জন নেতাকর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-পিয়ুশ, রাব্বি, শাকিল, সোহাগ, সালমান, ফেরদৌস হোসেন রুবেল, শরিফুল ইসলাম, আমির হোসেন, নিত্য বাবু রাজবংশী, টিপু সুলতান, শামীম আহমেদ জয়, মিজানুর রহমান ওরফে রাসেল।
এসময় তাদের কাছ থেকে শেখ হাসিনা ও শেখ মুজিবর রহমান সহ আওয়ামী সংগঠনের অন্যান্য নেতাদের ছবি সম্বলিত ১টি ডিজিটাল ব্যানার জব্দ করা হয়। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]