
রাজবাড়ীর গোয়ালন্দের চর কুশাহাটা এলাকায় পদ্মা নদীতে ধরা পড়া ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ৫২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কাতলটি জেলে মঙ্গল হালদারের জালে ধরা পড়ে। পরে মাছটি সিলেট শহরের লন্ডনপ্রবাসী এক ব্যক্তি কিনে নেন।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলে মঙ্গল হালদারের কাছ থেকে দুই হাজার ৫০০ টাকা কেজি দরে আধা মণ ওজনের কাতল মাছটি আমি কিনে নেই। পরে অনলাইনে যোগাযোগ করে কেজিপ্রতি ১০০ টাকা লাভ রেখে সিলেট শহর এলাকার লন্ডনপ্রবাসী এক ব্যক্তির কাছে কাতলটি ৫২ হাজার টাকায় বিক্রি করেছি।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]