'জনগণ তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে চায়'
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০:৩০
'জনগণ তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে চায়'
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তিতে শুক্রবার(৭ নভেম্বর, ২০২৫) নরসিংদীতে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি জাতীয় বীর নরসিংদী সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবীর খোকন।


খায়রুল কবীর খোকন বলেন, ঐতিহাসিক কারণে ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও দেশের গণতন্ত্র রক্ষা করা হয়েছিলো। স্বাধীনতার পর থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী বাকশালীদের দুঃশাসন দেশের সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলো। একদলীয় শাসন কায়েম করেছিলো শেখ মুজিব। রক্ষী বাহিনী-নীল বাহিনী দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছিলো। সেই অবস্থা থেকে দেশের গণতন্ত্র রক্ষা করেছিলো জিয়াউর রহমান। একদলীয় শাসনের পরিবর্তে দেশে বহুদলীয় শাসন কায়েম করেছিলো জিয়াউর রহমান। মাত্র সাড়ে তিন বছরে জিয়াউর রহমান সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলো। দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারী,ফ্যাসিস্ট খুনী হাসিনা সরকার বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করার চেষ্টা করেছে। ষড়যন্ত্রমূলক মামলা করে বিদেশে পাঠিয়ে দিয়েও বিএনপিকে ধ্বংস করতে পারেনি। অবশেষে দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফলশ্রুতিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।


খায়রুল কবির খোকন আরও বলেন, তারেক রহমান দেশ প্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এ মাসের শেষ দিকে তিনি দেশে ফিরে রাজনীতির হাল ধরে দলকে পুনর্গঠিত করবেন। দেশের জনগন তাকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। একটি দল যারা নির্বাচনে বিজয়ী হতে পারবে না জেনে নির্বাচনকে পিছিয়ে নিয়ে বানচাল করতে অপচেষ্টা চালাচ্ছে তারা চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপির নিশ্চিত বিজয়কে ঠেকানোর চেষ্টা করছে। আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো। তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।


সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ জলিল (সাবেক ভিপি), সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, সহ-সভাপতি বি. জি. রশিদ নওশের, সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী,সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি হারুন-অর-রশিদ, সহ-সভাপতি এ. কে. এম. গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু,প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া, মানবাধিকার বিষয়ক সম্পাদক দীপক কুমার বর্মণ প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com