
‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদ্যাপন করা হয়। উপজেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে বর্ণাঢ্য সমবায় র্যালী আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় ইন্দুরকানী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ ফায়জুল কবির তালুকদারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান-বিন-মোহাম্মদ আলী।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুল আহসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম মামুনুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন সিকদার, সমবায় সমিতির সদস্য মোঃ আবুল কালাম হাওলাদার, মিজানুর রহমান তালুকদার,দুলাল জোমাদ্দার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলার রেড ক্রিসেন্ট সোসাইটির ভলান্টিয়ার মোঃ আক্তারুজ্জামান মধু।
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]