ইন্দুরকানীতে বিআরডিবি’র নতুন সভাপতি হলেন ফায়জুল কবির
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৫:০০
ইন্দুরকানীতে বিআরডিবি’র নতুন সভাপতি হলেন ফায়জুল কবির
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অধিনাস্থ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (ইউসিসিএ)এর সভাপতি নির্বাচিত হলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. ফায়জুল কবির তালুকদার। বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে এ নির্বাচনি ফলাফল ঘোষণা করা হয় ।


এর আগে নির্বাচন কমিটি (২৯ অক্টোবর) তারিখে তফশিল ঘোষণা করেন । ঘোষিত তফশিল অনুযায়ী (৬ অক্টোবর) মনোনয়নপত্র সংগ্রহের তারিখ নির্ধারিত ছিল । আজ ৫১টি কৃষক সমবায় সমিতির নেতৃবৃন্দদের উপস্থিতিতে সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় মো. ফায়জুল কবির তালুকদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করেন ।


কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন সহ ৬ জন সদস্য নির্বাচিতহন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন,সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার,পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম হাং, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন হোসেন,চন্ডিপুর কৃষক সমবায় সমিতির সদস্য শাহাদাৎ হোসেন প্রমুখ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন খান,হাফিজুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন,মো. সাফায়েত হোসেন, মো. হেমায়েত হোসেন, হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান । অনুষ্ঠানটি পরিচালনা করেন সদাবিকা মাঠ সহকারী মো. মনিরুজ্জামান খান ।


নব নির্বাচিত সভাপতি মো. ফায়জুল কবির তালুকদার জানান, আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা সমিতির সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ। সমিতির মান উন্নয়ন করনে আমি যথাসাধ্য চেষ্টা করবো । গ্রামীন অর্থনীতিকে টেকসইভাবে উন্নয়ন করার লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীকে সমবায়ের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে স্বাবলম্বী করার চেষ্টা করব।


বিবার্তা/শামীম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com