ঘোড়াঘাটে বিএনপির সুধী সমাবেশ ও মতবিনিময় সভা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ২১:০৫
ঘোড়াঘাটে বিএনপির সুধী সমাবেশ ও মতবিনিময় সভা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসদর আরসি বালিকা বিদ্যালয় চত্বরে বিএনপির সুধী সমাবেশ এবং ব্যাবসায়ী, শ্রমজীবী ও মহিলাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


১৯ অক্টোবর, রোববার সকাল ১১টায়-দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসদর আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বিএনপির মতবিনিময় সভায় পৌর বিএনপির সভাপতি ও জেলা যুগ্ন আহ্বায়ক আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে-প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।


তিনি বলেন, বিএনপি শহীদ জিয়া র আদর্শ গড়া একটি দল তা হল বিএনপি। আপনারা সকল দলমত নির্বিশেষে বিএনপির আমলে ছেলে-মেয়ে লেখাপড়া করতে পথে যাতা আতে কোন প্রকার অসুবিধা হবেনা। এ ছাড়াও আগামী সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে দেশ ও দশের সেবা করার সুযোগ দিন। বিএনপি এমন একটি দল যারা কথায় নয় কাজে বিশ্বাসী ,তাই আগামী সংসদ নির্বাচনে দিনাজপুর ৬ আসনে এ জেড এম জাহিদ হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।


মতবিনিময় সভায় এ ছাড়াও আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপি'র আব্বায়ক আনিসুর রহমান, মহিলা সংগঠনের আহবায়ক মোছাঃ ইসতেহারা বেগম, ব্যবসায়ী সংগঠনের গোলাম কুদ্দুস, বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাতকে শক্তিশালী করতে এবং বিএনপিকে ধানের শীষে ভোট দিতে সকলকে আহ্বান জানান।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com