পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তভুক্ত করে
গণভোটসহ ৫ দাবিতে জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার মানববন্ধন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২০:০৩
গণভোটসহ ৫ দাবিতে জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২ টায় শহরের চৌড়ঙ্গী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, ৩৬ শে বিপ্লবের পর দীর্ঘদিন আন্দোলনের পর জুলাই সনদ ঘোষনা করা হয়েছে কিন্তু সেই জুলাই সনদকে কোন আইনি স্বীকৃতি দেয়া হয়নি। পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তভুক্ত করে জাতীয় নির্বাচনের আগে গনভোট অনুষ্ঠিত করার দাবিসহ ৫ দফা দাবি জানান।


অন্যাথায় রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতা-কর্মীরা৷ এসময় বাংলাদেশ জামাযাতে ইসলামী পঞ্চগড় জেলা আমির ও পঞ্চগড়-১ আসনের দাঁড়ি পাল্লার কাণ্ডারী অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন ও বোদা উপজেলা উপজেলা যামায়াতের সুরা সদস্য ও পঞ্চগড় -২ অসনের দাঁড়ি পাল্লার কান্ডারি সফিউল আলম সফিউল্লাহ সুফি বক্তব্য রাখেন।


মানবন্ধনে জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন। এর আগে জাতীয় গণতান্ত্রিক পার্ট(জাগপা) ৭ দফা দাবি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একই স্থানে ৫ দফা দাবিতে মানববন্ধন করেন৷


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com