
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর এক আবেদনের পরিপ্রেক্ষিতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আবুল কালাম আজাদ (ইমরান)-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা জমি, ভবন,দোকান, ফ্ল্যাটসহ স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন । মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপসহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম মিন্টু আদালতে এ আবেদন করেন ।
আবেদনে তিনি উল্লেখ করেন, শেখ আবুল কালাম আজাদের বিরুদ্ধ ৮৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। তদন্তকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন এবং তার নামে থাকা সম্পদ বিক্রি করতে পারেন । এতে তদন্ত ব্যাহত হতে পারে, এমন যুক্তিতে আদালতের কাছে নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আবেদন করা হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার নিউ বেইলি রোডের একটি ফ্ল্যাট, ঢাকার দক্ষিণ চামেলিবাগ এলাকার একটি দোকান ও ঢাকার মাতুয়াইলের ২১ শতাংশ জমি। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দেউলপাড়া মৌজার ৬ শতাংশ জমি ও একটি চারতলা ভবন, খুলনার সোনাডাঙ্গার দুটি জমি।
দুদক জানান, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে ৮৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি মামলাও দায়ের করা হয়েছে।
অভিযুক্ত আ.লীগ নেতা মোঃ আবুল কালাম আজাদ ইমরান সম্পর্কে ইন্দুরকানী থানায় খোজ নিয়ে জানা যায় তার নামে একটি গুলি ও বিস্ফোরক মামলা রয়েছে । যাহার মামলা নং জিআর-৬৮/২৪। মামলায় ১২৫জন আসামীর মধ্যে তিনি ৯নং আসামী হিসাবে এজাহার অর্ন্তভূক্ত।
এ বিষয়ে অভিযুক্ত শেখ আবুল কালাম আজাদ ইমরানের মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]