
রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় আব্দুল হান্নান নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি জেলার পাংশা উপজেলার সেনগ্রামের হারুন মাষ্টারের ছেলে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১ টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় সড়ক পার হতে গিয়ে দ্রুত গতির একটি মাইক্রোবাস চাপায় আব্দুল হান্নান আহত হন।স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৌরভ বলেন, সড়ক দুঘর্টনায় আব্দুল হান্নান নামে একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]