
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৪ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
১৪ অক্টোবর, মঙ্গলবার নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে দুপুরে ইউনিয়ন পর্য়ায়ের প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার, কৃষি সম্প্রসারণ ফিরোজ হোসেন,উপ-সহকারী কৃষি অফিসার আরিফুল হক বকসী প্রমুখ।
এসময় উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার জানান ৭ ধরনের বীজ বসতবাড়িতে ২০২৫-২০২৬ অর্থ বছরে ১ শত ৫০ জন কৃষককে ৭ ধরনের শাক-সবজির বীজ এবং ২ শত ৫০ জন কৃষককে ৪ প্রকার বীজের মধ্যে ১ প্রকার বীজ ও ১০ কেজি ডিএপি ১০ এমওপি সার বিতরণ করা হয়।
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কৃষক আইয়ুব আলী বলেন বীজ ও সার পেয়ে আমি অত্যন্ত খুশি।এবছর বসতবাড়িসহ আমার জমিতে শাক -সবজি চাষ করেছি আশা করছি ভালো ফলন হবে।
বীজ ও সার বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান বিনামূল্যে সার ও বীজ পেয়ে কৃষকরা উৎসাহিত হয়ে আরো ব্যাপকভাবে ফসল উৎপাদন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা পালন করবে।
বিবার্তা/বিপ্লব/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]