
বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবিতে ঢাকায় শিক্ষকদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে লাগাতার কর্মবিরতি পালন ও মানববন্ধন করছে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা। গতকাল মঙ্গলবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শহরের জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ও জামেয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচীতে শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, শিক্ষকদের ওপর হামলা করা মানে বাংলাদেশের ওপর হামলা করা। শিক্ষকরা তাদের মর্যাদা নিয়ে শ্রেণিকক্ষে থাকতে চায়।
এসময় শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি করেন তারা। দাবি পূরণ না হলে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলবে।
এসময় বক্তব্য রাখেন, জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মকবুল হোসাইন, শিক্ষক নেতা হরমুজ খান, মোঃ ইব্রাহিম, মনজিল এ মিল্লাত, ছানাউল্লাহ, সামসুউদ্দিন ভূইয়া, এনসিপি নেতা বাদল মিয়া, জামিয়া কাসিমিয়া ছাত্র সংসদের ভিপি মাহফুজুর রহমান, জিএম মোজাহিদুল ইসলাম সাদেক প্রমুখ।
মানববন্ধন শেষে হামলার পুলিশ হামালার বিচার ও দাবি পূরণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]