
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানার ২৫ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় নয় ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
সোমবার (১৩ অক্টোবর) রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টসের ২৫ লক্ষ টাকা সাভারের তুরাগ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে একদল ডাকাত। পরে এঘটনায় সাভার মডেল থানায় মামলা হলে মামলাটি ছায়া তদন্ত শুরু করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এর অংশ হিসেবে রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৯ ডাকাতকে আটক করে ডিবি পুলিশ। এসময় ২৫ লক্ষ টাকার মধ্যে ৫ লক্ষ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক ৯ ডাকাত হলো, শহিদুল ইসলাম, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরাদ হোসেন। এদের মধ্যে শহিদুল হচ্ছে ডাকাত সরদার।
তাদের নামে ডাকাতি হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান। সাত দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। ডাকাতি হওয়া আরো বিশ লক্ষ টাকা উদ্ধারে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সিংক জাহিদ খান অতিরিক্ত পুলিশ সুপার ডিবি ঢাকা জেলা উত্তর।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]