
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আস্থা প্রকল্পের আয়োজনে ও ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শহরের মানবকল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে এ সভাটি অনুষ্ঠিত হয়।
নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ, যুব উন্নয়ন এর ডিডি মনসুর রহমান খান প্রমুখ। সভায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর রেফায়েত আরা ঋতু।
উল্লেখ্য, নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের এ সভায় বিগত সময়ের নির্বাচন গুলির নানা অসংগতি এবং আসন্ন জাতীয় নির্বাচনে যুবকদের ও সকলের দায়িত্ব এবং করণীয় নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
বিবার্তা/বিধান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]