ইন্দুরকানীতে প্রায় ২৫হাজার শিশুকে টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২২:৩৫
ইন্দুরকানীতে প্রায় ২৫হাজার শিশুকে টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে টাইফয়েড টিকাদান কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর, রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ১৩নং ইন্দুরকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।


উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপালের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী। এছাড়াও বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার অশোক কুমার, স্কুলের প্রধান শিক্ষক সেকান্দার আলী হাওলাদার প্রমুখ।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ১২৮টি কেন্দ্রে মোট ২৪,৯৫৪টি টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এ টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। ১২ই অক্টোবর থেকে ১৩ নভেম্বর-২০২৫ পর্যন্ত এ কার্যক্রম চলবে । প্রত্যেক শিশুকে একটি করে টিকাদান প্রদান করা হবে ।


প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় ৯০ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে প্রায় ১লক্ষ মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন । বিশ্বে উন্নত দেশসমূহ এই রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কম। কিন্তু আমাদের বাংলাদেশ সহ অনেক উন্নয়শীল দেশে এই সমস্যা রয়েছে । তাই বাংলাদেশ সরকার এই কার্যক্রম উদ্দ্যোগ নিয়েছে আর যেন কোন মানুষ টাইফয়েড জ্বরে মৃত্যুবরণ না করে ।


বিবার্তা/শামীম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com