
দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর বিএনপির উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করতে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় হিলি বাজারস্থ মুশফিক চৌধুরীর গুদাম প্রাঙ্গণে এই জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপি উপদেষ্টা এরফান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার।
এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহেল সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সহ-সম্পাদক আরমান আলী প্রধান এবং সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরাও সভায় অংশ নেন।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য আরও দৃঢ় করতে হবে এবং প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে হবে।
তারা নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে জনগণের পাশে থেকে বিএনপির সকল কর্মসূচি সফল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]