
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাবি বিহীন প্রায় ১৪ হাজার দলিল আগামী ১৬ অক্টোবর ধ্বংস করবে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস। ভূমি অধিদফতরের মহাপরিদর্শকের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার সোলাইমান আলী স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জনস্বার্থে প্রচার করা হয়েছে। নোটিশের অনুলিপি বিভিন্ন দফতরে প্রেরণ করা হয়েছে। এছাড়া ব্যাপক প্রচারের লক্ষ্যে উপজেলা জুড়ে মাইকিং করা হয়েছে।
উপজেলা সাব রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, মহাপরিদর্শক নিবন্ধনের কার্যালয় এবং গাইবান্ধা জেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে বিভিন্ন সময়ে ইস্যু করা স্মারকের মাধ্যমে আগামী ১৬ অক্টোবর গোবিন্দগঞ্জ উপজেলা রেজিস্ট্রার দাবি বিহীন প্রায় ১৪ হাজার দলিল ধ্বংস করার নোটিশ দেন। নোটিশে বলা হয়, ১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে শুরু করে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দাবি বিহীন সকল রেজিস্ট্রিকৃত এবং অগ্রাহ্যকৃত উভয় দলিল রেজিস্ট্রেশন আইনের ১৯০৮ সনের ১৬ নং আইনে ৮৫ ধারা মোতাবেক আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) ধ্বংস করা হবে। ধ্বংস করার আগ মুহূর্তে দলিলের কোন দাবিদার থাকলে তারা মূল রশিদের মাধ্যমে দলিল গ্রহণ করতে পারবেন।
ঢাকায় বসবাসরত উপজেলার কামারদহ ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, ২০১৯ সালে ক্রয় সূত্রে জমি রেজিস্ট্রি করেছিলাম। কাজের কারণে দীর্ঘদিন যাবৎ ঢাকায় থাকি। নানা ব্যস্ততায় নিয়মিত গোবিন্দগঞ্জ যাওয়া হয় না। একমাত্র সরকারি ছুটির সময় বাড়ি যাই। তখন রেজিস্ট্রি অফিস খোলা থাকে না। তাই নতুন দলিল সংগ্রহ করতে পারিনি। কিন্তু এত স্বল্প সময়ে দলিল সংগ্রহ করা বেশ কষ্টকর। তবে যথাসময়ের মধ্যে দলিল সংগ্রহ করার চেষ্টা করবো।
বিবার্তা/নূর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]