
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত ১৫৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো: আফতাবুর রহমান হেলালী'র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদুল হক, সাবেক প্রধান শিক্ষক জাকির হোসাইন, দিবা শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও প্রভাতি শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুলশান আরা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো: আফতাবুর রহমান হেলালী।
কৃতী শিক্ষার্থীদের মধ্যে অনুভুতি ব্যক্ত করেন দিবা শাখার কৃতী শিক্ষার্থী আফিয়া আদিবা ও রাইয়ান সামসি রোজা।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দ্যেশে প্রধান অতিথি বলেন তোমরা কখনো হতাশ হবে না৷ সামনের দিকে অগ্রসর হতে হলে একজন ভাল মানুষ হতে হবে, ভালভাবে পড়ালেখা করতে হবে। নিজেকে ফাকি দেয়া যাবেনা। পড়ালেখার পাশাপাশি প্রতিদিন একটি জাতীয় দৈনিক পত্রিকা পড়ার উপদেশ প্রদান করেন। তিনি বলেন, এমন কোন কাজ করবেন না যাতে আপনার বাবা-মা, আপনার শিক্ষক, আপনার দাঁড়া যাতে কেউ মন খারাব না করেন। নিজেদের মধ্যে দেশ প্রেম থাকতে হবে। যারা যেখানে পড়ছেন সেখানে ক্লাসে এটেন্ট থাকবেন। কোন কিছু না বুঝলে সরাসরি শিক্ষকের কাছ থেকে বুঝে নেয়ার চেস্টা করবেন। মনে জোড় রাখবেন সফলতা আসবে ইনশাআল্লাহ। পরে প্রত্যেক কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাতি শাখার সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম।
গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]