
কুড়িগ্রামের চিলমারী-মওলানা ভাসানী সেতু মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এতে শতাধিক বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মানিকের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন হয়।
পরিবেশ রক্ষায় ও সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আজ সকালে তিনি নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মইনুল ইসলাম মানিক বলেন, সবুজ প্রকৃতি বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব।
বৃক্ষরোপণ শেষে তিনি স্থানীয় জনসাধারণকে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।
বিবার্তাি/রাফি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]