
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাদন ব্যবসায়ী ও যুবলীগ নেতা মমিনুল শেখ মমিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক রয়েছে।
গ্রেফতারকৃত মমিনুল পৌরসভার ৫নং ওয়ার্ড হীরকপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম শেখ ওরফে নজ্জু মিয়ার ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়, মমিন মূলত নারী লোভী ও দাদন ব্যবসায়ী। সে দেড় যুগ ধরে সমিতির আড়ালে এ ব্যবসা চলমান রেখে ছাত্রলীগে যোগ দিয়ে কিশোর গ্যাং গঠন করে। হাসপাতাল মোড়ে জ্বিনের বাদশা ও হ্যাকারদের আটকে রেখে মুক্তিপণ আদায়, হীরকপাড়ায় জমি কেনা-বেচাসহ ও বাড়ি তৈরিতে মনগড়া চাঁদা উঠানোর পাশাপাশি নিজের মাইক্রোবাসযোগে ঢাকা-চট্টগ্রাম থেকে ইয়াবা চোরাচালানে জড়িয়ে যায়। একসময় ফুলে ফেঁপে পৌরনির্বাচনে কাউন্সিলার পদে প্রতিদ্বন্দ্বিতা করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আটক মমিনুল পৌর যুবলীগ নেতা এবং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তিনটি মামলা রুজু রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/নূর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]