ভোলায় চাঁদাবাজ ও ভূমি দস্যুদের বিরুদ্ধে কৃষক ও ভূমি মালিকদের সমাবেশ অনুষ্ঠিতভো
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ২৩:০১
ভোলায় চাঁদাবাজ ও ভূমি দস্যুদের বিরুদ্ধে কৃষক ও ভূমি মালিকদের সমাবেশ অনুষ্ঠিতভো
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলায় চাঁদাবাজ ও ভূমিদস্যু কর্তৃক কৃষক ও ভূমি মালিকদের বঞ্চিত করে চরাঞ্চলে রাজত্ব কায়েমের বিরুদ্ধে গত ৩ অক্টোবর গায়ের হাট হাই স্কুল মিলনায়তনে গঙ্গাপুর ও সাকুচিয়া মৌজার কৃষক ও ভূমি মালিকদেরএক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গঙ্গাপুরের অধিবাসী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী।


সমাবেশে কৃষক ও ভূমি মালিকদের পক্ষে বক্তব্য রাখেন ফরিদ উদ্দিন তালুকদার, ফজলুল হক লিটন, বাবুল চৌধুরী, নুরুলইসলাম হাজী, জাকির হোসেন শরীফ, ফখরুল ইসলাম, মনির হোসেন, মাওলানা আফজাল হোসেন, মাসুদ সরদার জাহাঙ্গীর আলম প্রমুখ।


সমাবেশে বক্তাগণ বলেন বিগত দিনেও কৃষক ও ভূমি মালিকরা চাঁদাবাজ ও ভূমিদস্যুদের দ্বারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে এখনও হচ্ছে। ভূমি মালিকদের বঞ্চিত করে ভূমি দস্যুরা লাঠিয়ালের মাধ্যমে হাজার হাজার একর সম্পত্তি দখল করে ভূমি মালিক ও কৃষকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের বিরুদ্ধে অবস্থান নিলে তারা ভুমি মালিক ও কৃষক থেকে হত্যা করছে।


বক্তারা বলেন, বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ও সাকুচিয়া মৌজার কৃষক ও ভূমি মালিকরা ঐক্যবদ্ধ হয়েছে। তারা এ দুটি মৌজায় ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত ও ঐক্যবদ্ধ।


সভাপতির বক্তব্যে মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন,বিগত ২৫/৩০ বছর ধরেই সরকার সমর্থিত রাজনৈতিক দলগুলোর পরিচয়ে ও অসৎ রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে চর দখল ও চাঁদাবাজির ঘটনা ঘটে আসছে।২৪-এর জুলাই আগস্টের গণজাগরণের ভেতর দিয়ে সরকার পরিবর্তন হয়েছে বটে অবস্থার পরিবর্তন ঘটে নাই। চাঁদাবাজদের চেহারার পরিবর্তন হয়েছে। পুরাতন চাঁদাবাজদের জায়গায় নতুন চাঁদাবাজদের আবির্ভাব ঘটেছে। চাঁদাবাজি ও অবৈধভাবে ভূমি দখল বন্ধ হয়নি। তিনি অন্তর্বর্তী সরকার ও প্রশাসনকে কৃষক ও ভূমি মালিকদের পক্ষে অবস্থান নিয়ে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তার করার আহ্বান জানান।


বিবার্তা/রিয়াজ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com