
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন-শিক্ষকবৃন্দের ৫ দফা দাবি বাস্তবায়ন ও বিশ্ব শিক্ষক-দিবস-২০২৫ উপলক্ষে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন বিষয় নিয়ে অংশীজনদের নিয়ে পঞ্চগড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম মো: আফতাবুর রহমান হেলালীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এই মত বিনিময় সভার আয়োজন করেন।
মতবিনিময় সভায় বক্তরা ১. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাতা ; ২. সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪(চার) স্তরীয় পদসোপান; ৩. অনতিবিলম্বে অঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা; ৪. বিদ্যালয় পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন; ৫. বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদানসহ এই ৫ দফা দাবি পেশ করেন।
এ সময় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা বলেন, সরকারি মাধ্যমিকের প্রায় ১৫ হাজার শিক্ষকের জন্য পদোন্নতি যোগ্য মাত্র ৪%। যৌক্তিক কোন পদসোপান না থাকায় দীর্ঘ ৩২/৩৩ বছর চাকুরি করেও অধিকাংশ শিক্ষককে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়। পদোন্নতি অনিয়মিত বিধায় বেশকিছু পদ খালি পড়ে থাকে বছরের পর বছর। যা পদোন্নতি বঞ্চিতদের হতাশ করার পাশাপাশি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অন্তরায় হিসেবে কাজ করে। সরকারি মাধ্যমিকে শিক্ষক-কর্মকর্তাগণ প্রাপ্য বকেয়া টাইমস্কেল, পদমর্যাদা, পদোন্নতি, পদায়ন সহ চাকুরির বিভিন্নক্ষেত্রে বৈষম্যের শিকার। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে সরকারি মাধ্যমিকে বিদ্যমান বৈষম্য নিরসন ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ৫(পাঁচ) দফা দাবি বাস্তবায়নে মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের সদয় হস্তক্ষেপ কামনা করেন।। এসময় বিষ্ণু প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম , জাহাঙ্গীর আলম বাবু, মোশারফ হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জেলার ৭ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]