সিংগাইরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০১:২৫
সিংগাইরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের সিংগাইরে সুরুজ ফকির নামের এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসী থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু দীর্ঘ এক মাসেও ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।


অভিযুক্ত সুরুজ ফকির উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি আনোয়ার ফকির ওরফে নিয়াত আলীর ছেলে।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকায় জনপ্রতিনিধিত্ব না থাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছেন সুরুজ ফকির। গ্রামবাসী প্রতিবাদ করলে তিনি কিশোর গ্যাংয়ের সহায়তায় হুমকি-ধামকি দেন। ফলে এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয়রা জানান, মাদক সহজলভ্য হওয়ায় তরুণরা পড়াশোনা ও কাজকর্ম ছেড়ে আসক্ত হয়ে পড়ছে। এতে যুবসমাজ ধ্বংস ও সন্ত্রাসবাদ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় গত ৩ সেপ্টেম্বর দুই শতাধিক মানুষের গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ থানায় জমা দেওয়া হয়। কিন্তু প্রায় এক মাসেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।


অভিযুক্ত সুরুজ ফকির সাংবাদিকদের বলেন, আগে মাদক ব্যবসা করতাম, এখন আর করি না।


এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/হাবিবুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com