
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে সেনাবাহিনীতে সদ্য নির্বাচিত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ইউনূসুর রহমান হৃদয় (১৮)। তিনি কালিহাতী বীরবাসিন্দা ইউনিয়নের পাঁচ জোয়াইর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। পরিবারসহ তিনি কালিহাতী পৌর এলাকার সাতুটিয়া মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন।
কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান জানান, হৃদয় সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হয়েছিলেন। প্রশিক্ষণে যোগদানের আগে সাঁতার শেখার উদ্দেশ্যে তিনি সকালে তার মায়ের সঙ্গে উপজেলা পরিষদ পুকুরে যান। গাড়ির টিউব ব্যবহার করে সাঁতার শিখতে গিয়ে এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
হৃদয়ের চাচাতো ভাই খলিল মিয়া জানান, এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর তার মরদেহ পাঁচ জোয়াইর সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
অল্প বয়সেই সেনা সদস্য হয়ে দেশের সেবা করার স্বপ্ন ছিল হৃদয়ের। কিন্তু প্রশিক্ষণে যোগ দেওয়ার আগেই পানিতে ডুবে সেই স্বপ্ন থেমে গেল।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]