
নরসিংদীর কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন ।
২৯ সেপ্টেম্বর, সোমবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: আব্দুল ওয়াহাব রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, ডিডিএলজি ও পৌর প্রশাসক মো: মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক স্বাগত বক্তব্যে তাঁর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে বলেন, আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে নরসিংদীর সার্বিক কল্যাণে কাজ করে যাবো। এব্যাপারে তিনি নরসিংদীর সাংবাদিকদের সকল প্রকার সহযোগীতা কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়,আবদুর রহমান ভূইয়া, মাখন দাস, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, কোষাধ্যক্ষ মো: জাকির হোসেন ভূইয়া, প্রীতি রঞ্জন সাহা, হলধর দাস , মঞ্জিল এ মিল্লাত, সোহেল এস হোসেন, এমদাদুল ইসলাম খোকন, আবুল বাশার বাশির, মনিরুজ্জামান প্রমুখ।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]