ফ্লাইওভারের রেলিং ভেঙে পড়ে গেল ট্রাক, নিচে থাকা রিকশাচালকের মৃত্যু
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৪
ফ্লাইওভারের রেলিং ভেঙে পড়ে গেল ট্রাক, নিচে থাকা রিকশাচালকের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঘটে গেছে ভয়াবহ এক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে নিচে পড়ে গেছে একটি ট্রাক। আর ওই ট্রাকের নিচে চাপা পড়েছে চলন্ত একটি রিকশা। এতে প্রাণ হারিয়েছেন রিকশাটির চালক।


সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভূঁইঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম মোহর উদ্দিন (৩৫) বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি অস্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি ফ্লাইওভারের রেলিং ভেঙে প্রথমে ঝুলে পড়ে। ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিল মোহর উদ্দিনের রিকশা। কিন্তু, ট্রাকের নিচে পড়ে যান মোহর উদ্দিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোহর উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছিল। বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন তিনি মারা যান। পরে তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়।


এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ট্রাকে থাকা আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।


ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com