
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে আজ। স্বর্গলোক থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন। এবার দেবী দুর্গা আসছেন গজে (হাতি) করে। বিদায় নেবেন দোলায় (পালকি)।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটের আগে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা এবং সায়ংকালে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হয়।
এ বছর সাভারে ২১০ পূজামন্ডুপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায় পূজার নিরাপত্তায় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে। এছাড়া প্রতিটি মন্ডুবে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]