ঘুমের মধ্যে সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫
ঘুমের মধ্যে সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঘুমের মধ্যে সাপের কামড়ে আদিত্য শীল (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।


শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার অফিসার ইনাচর্জ (ওসি) জামাল উদ্দীন।


আদিত্য উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামের বিবেক শীলের ছেলে। সে জঙ্গল ইউনিয়নের সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যামন্দির মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।


আদিত্য শীলের দাদু নিশিকান্ত বিশ্বাস জানান, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাবার খেয়ে নিজের ঘরে রুমে আদিত্য ও তার ভাই কৃষ্ণ শীল ঘুমিয়ে পড়েছিলেন। রাত ১টার দিকে আদিত্য বুঝতে পারে তাকে সাপে কেটেছে। পরবর্তীতে সে চিৎকার করলে তার ভাইসহ পরিবারের অন্য সদস্যরা একটি সাপ দেখতে পায়।পরিবারের লোকজন সাপটিকে পিটিয়ে হত্যা করে। এরপর পরিবারের সদস্যরা আহত আদিত্যকে নিয়ে স্থানীয় ওঝার কাছে যান। তিনি তার মতো করে ঝাড়ফুঁক করেন। এরপর আদিত্যর অবস্থা অবনতি হতে থাকে।দ্রুত আদিত্যকে ফরিদপুর মেডেকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিশিকান্ত বিশ্বাস আরও বলেন, হাসাপাতাল থেকে আদিত্যকে মৃত ঘোষণা করার পর তাকে বাঁচানোর জন্য আমরা মাদারিপুর আরেক ওঝার কাছে যাই। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। সন্ধ্যায় তাকে সমাহিত করা হবে বলে জানান তিনি।


বালিয়াকান্দি থানার অফিসার ইনাচার্জ (ওসি) মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি সাপের কামড়ে স্কুল ছাত্র আদিত্য প্রমাণিকের মৃত্যু হয়েছে।পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com