
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ৬ বছরের শিশু তায়েবা হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সখিপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন বক্তারা বলেন, অবিলম্বে নিষ্পাপ শিশু তায়েবার হত্যার সঙ্গে জড়িতদের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হলে এ ধরনের ঘটনা থামবে না।
উল্লেখ্য, বুধবার বিকেলে খেলতে বের হয়ে আর বাসায়ফেরেনি ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি এলাকার টিটু সরদারের মেয়ে তায়েবা। তায়েবা স্থানীয় দারুণ নাজার মাদ্রাসার নার্সারির শিক্ষার্থী। খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। একই সঙ্গে এলাকায় মাইকিং ও পোস্টারিং করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকালে পুনরায় খোঁজ শুরু হলে মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেফটিক ট্যাংকের ঢাকনা কিছুটা খোলা দেখতে পান স্থানীয়রা। ভেতরে তাকিয়ে তারা তায়েবার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিবার্তা/রোমান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]