
স্ত্রীর অধিকার দাবি করতে এসে গাছের সঙ্গে বেঁধে এক তরুণীকে (২৭) নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকায় এই ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সখীপুর উপজেলার ওই তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল গ্রামের আব্দুর রশিদের (২৪) প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর রশিদ তার আত্মীয়ের বাড়িতে তরুণীকে নিয়ে রাতও কাটান এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলেও দাবি করেন ভুক্তভোগী।
পরে স্বামীর বাড়িতে উঠতে চাইলে রশিদ ও তার পরিবারের সদস্যরা এই সম্পর্ক অস্বীকার করেন। স্ত্রীর মর্যাদা চেয়ে বৃহস্পতিবার বিয়ের কাগজপত্র নিয়ে স্বামীর বাড়িতে গেলে তরুণীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে তরুণীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ভুক্তভোগী তরুণী সাংবাদিকদের বলেন,‘আমার কাছে কোর্ট ম্যারেজের কাগজপত্র, ভিডিও, ছবিসহ আরও বেশ কিছু প্রমাণ আছে। ওরা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সবকিছু কেড়ে নিয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদ ভিন্ন দাবি করেন। তিনি বলেন,‘ওই নারীর সঙ্গে মোবাইল ফোনে আমার সম্পর্ক হয়। পরে বেড়াতে গিয়ে সে ও তার লোকজন আমাকে আটকিয়ে মোবাইল ফোন এবং টাকা পয়সা কেড়ে নিয়েছে। একপর্যায়ে উকিল ডেকে এনে জোর করে কাগজে সই নিয়েছে। আজ সে আমার বাড়িতে এসে ফাঁসি দিতে চেয়েছিল। এ কারণে তাকে বেঁধে রাখা হয়।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]