
মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার সেকেন্ড অফিসার এসআই পার্থ শেখর ঘোষ, রাজনৈতিক দল ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন, আঞ্চলিক মহাসড়ক ও পৌর এলাকায় ফুটপাত দখল ও অবৈধ দোকান উচ্ছেদ, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, মোটরসাইকেলের হর্ন ও উচ্চ শব্দ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, পৌর এলাকার সড়কবাতি সচল রাখা এবং চলমান উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায়- জননিরাপত্তা ও জনস্বার্থে যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তরুণ সমাজকে অপরাধমুক্ত রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা।
পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। প্রশাসন সর্বদা জনগণের পাশে আছে। পরে তাঁর বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।
বিবার্তা/হাবিবুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]