
রাজবাড়ীতে ইঞ্জিন চালিত নসিমন চাপায় মো. সজিব মোল্লা (৪০) নামে এক ইজিবাইক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব মোল্লা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড-এর মৃত ওবায়দুর মোল্লার ছেলে। সে শ্রীপুর বাজারে ইজিবাইকের ব্যাটারি ও মটর মেরামতের কাজ করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সজিব স্কুল থেকে ছেলেকে বাড়ি রেখে শ্রীপুর বাজারে আসার পথে ইঞ্জিন চালিত নসিমন চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হসপিটালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]