রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক-হেলপার নিহত
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক-হেলপার নিহত
রাজবাড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুরে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার পারখোদা ত্রিমহনী গ্রামের মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও পশ্চিম মজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে কাউসার (৩০)।


হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী সবজি বোঝায় একটি পিকআপ সদর উপজেলার কল্যাণপুর এলাকায় পৌঁছালে তাদের চাকা পাংচার হয়ে যায়। তারা পিকআপটি সড়কের পাশে সাইড করে চাকা ঠিক করার সময় দৌলতদিয়া ঘাটগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক নাজমুল ও হেলপার কাউসার গুরুতর আহত হন। তখন স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, নিহতদের লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষ হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com