
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় প্রস্তুতিমূলক সভা ও পূজা মণ্ডপের অনুকূলে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলায় মোট ১৯৬টি পূজা মণ্ডপে প্রতিটি মণ্ডপকে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদ্যাপন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন—তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, ছাত্র প্রতিনিধি রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব আকর্ষণীয় ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি মন্দিরে ৫০০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
বিবার্তা/সেলিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]