
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ২ দিন পর নদী থেকে মাহমুদুল ইসলাম বিশাল (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বলভদ্র নদীর ফান্দাউক ব্রিজের চরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাহমুদুল ইসলাম বিশাল উপজেলার ফান্দাউক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার সিদ্বেশ্বরী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ছিলেন।
জানা যায়, মাহমুদুল ইসলাম বিশাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ওষুধ আনার কথা বলে ফান্দাউক বাজারে যায়। পরে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। সোমবার সকালে উপজেলার বলভদ্র নদীর ফান্দাউক ব্রিজের চরের পাশে লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় রোববার নাসিরনগর থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিশাল শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। তদন্ত পরবর্তী বিস্তারিত বলা যাবে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]