
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমানকে (২৬) গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে পাকশিমূল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহবুব উপজেলার বারোপাইকা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। সে ২০২১ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী আন্দোলনে নিহত হাফেজ আল-আমিন হত্যা মামলার অন্যতম আসামি।
স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান সরাইল উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান শের আলম মিয়া ঘনিষ্ঠজন ও তার সমর্থক। ৫ আগস্ট পট পরির্বতনের পর সরাইলের ভাটি অঞ্চল হিসেবে পরিচিত অরুয়াইলে ছাত্রলীগ নেতাদের একত্রিত করে একাধিক গোপন সভা করে।
সরাইল থানা পুলিশ জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৬ মার্চ থেকে পরবর্তী কয়েক দিন আন্দোলন করেছিল হেফাজতে ইসলাম। ২৮ মার্চ দেশব্যাপী মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও তৌহিদি জনতার সকাল-সন্ধ্যা হরতাল চলছিল। ওই দিন সরাইল বিশ্বরোড মোড় এলাকায় হরতালে অংশ নিয়েছিলেন হাফেজ আল-আমীন (১৭)। সাবেক গৃহায়ন ও গণপূত মন্ত্রী র.আ.ম মোকতাদির চৌধুরী নির্দেশে হাফেজ আল-আমীনকে প্রথমে মারধর করেন, পরে গুলি করে হত্যা করা হয়। এই হামলার ঘটনায় সরাসরি অংশগ্রহণ করেন মাহবুবুর রহমান।
এই ঘটনায় গত বছর ১১ নভেম্বর হাফেজ আল-আমীনের বাবা ছফি আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম মোকতাদির চৌধুরীকে প্রধান আসামি করা হয়। মামলার এজাহারে ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। এই মামলার অন্যতম আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
এই ব্যাপারে সরাইল থানার ওসি মোরশেদুল আলম জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমানকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]