
রাজবাড়ী সদর উপজেলার বার্থা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ফিরোজ হায়দারের ওপর নৃশংস হামলা ও হামলাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আয়োজকেরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে। এরপর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে তারা।
মানববন্ধনে ও প্রতিবাদ সভাতে বক্তারা বলেন, বার্থা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ফিরোজ হায়দার একজন নম্র,ভদ্র ও বিনয়ী। গত ১৭ সেপ্টেম্বর বুধবার নিজ বাড়ি থেকে হাঁটার উদ্দেশ্যে বের হলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠন যুবলীগের ক্যাডার স্যারকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য মাথায়,মুখে চোখের নিচে, কানে এলোপাথাড়িভাবে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। তার শরীরে ৪০টির বেশি সেলাই লাগে। এমন সন্ত্রাসী হামলার শিকার শুধু একজন শিক্ষকের উপরই নয়, বরং সমগ্র শিক্ষক সমাজ ও শিক্ষাঙ্গনের উপর হামলা বলে মনে করি। এই ঘটনার পরে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে আতংক বিরাজ করছে। নিষিদ্ধ সংগঠন যুবলীগের এই সন্ত্রাসী একজন শিক্ষককে নির্মমভাবে আহত করে তাদের সন্ত্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলার আহ্বায়ক ও আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব, যুগ্ম আহবায়ক ও ডাঃ এ ওয়াহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. মজিদ বিশ্বাস, সদস্য সচিব ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শেখ, মোঃ আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য ও অংকুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শেখ আব্দুর রহফ হিটু, বার্থা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি মাহাতাব উদ্দিন খান, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও চর জৌকুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হোসেন,রাজা সূর্য কুমার ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহুরুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মীর মনিরুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]