সারাদেশ
রোহিঙ্গাদের সহনশীলতার গল্প নিয়ে ‘বিয়ন্ড দ্য ডার্কনেস’ প্রকাশ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৩
রোহিঙ্গাদের সহনশীলতার গল্প নিয়ে ‘বিয়ন্ড দ্য ডার্কনেস’ প্রকাশ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের সাহস, শক্তি এবং সহনশীলতার অনুপ্রেরণাদায়ী গল্প নিয়ে প্রকাশিত হলো বই ‘বিয়ন্ড দ্য ডার্কনেস’। সেভ দ্য চিলড্রেন এবং ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ইকো)-এর যৌথ উদ্যোগে বইটি প্রকাশিত হয়।


রবিবার (২১ সেপ্টেম্বর) কক্সবাজারে সেভ দ্য চিলড্রেন এরিয়া অফিসে আয়োজিত অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করা হয়।


অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রতিনিধি, সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তারা ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে ইকো ও সেভ দ্য চিলড্রেনের টানা আট বছরের অংশীদারিত্বের সাফল্য তুলে ধরা হয়, যার মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও হোস্ট কমিউনিটিতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।


সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, এই বই শুধু গল্প নয়, এটি রোহিঙ্গা শিশু ও পরিবারের অদম্য সহনশীলতার সাক্ষ্য। একইসঙ্গে মানবিক কর্মীদের নিবেদিতপ্রাণ প্রচেষ্টা এবং ইকো’র দৃঢ় সহমর্মিতার প্রতিফলনও বটে। আমরা বিশ্বাস করি, এসব গল্প বিশ্বব্যাপী সহানুভূতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করবে।


ইকো’র বাংলাদেশ কার্যালয়ের প্রধান ডেভিড জাপ্পা বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই ইউরোপীয় কমিশন শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর পাশে আছে। ‘বিয়ন্ড দ্য ডার্কনেস’ শুধু আমাদের যৌথ অর্জনের প্রতিফলন নয়, বরং স্মরণ করিয়ে দেয়-প্রত্যেক শিশু ও পরিবারের মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করতে এখনো অনেক কাজ বাকি। আমরা সেভ দ্য চিলড্রেনের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে গর্ববোধ করি।


২০১৭ সাল থেকে ইকো ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় হাজারো মানুষ নিরাপদ প্রসূতি সেবা, শিশু সুরক্ষা সহায়তা ও কিশোর-কিশোরীদের জন্য শিক্ষা সুবিধা পেয়েছে। পাশাপাশি কক্সবাজারে কমিউনিটি স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতেও তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।


বিবার্তা/ফরহাদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com