
আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৫ উপলক্ষ্যে পিএফজি নরসিংদী প্রেস ক্লাবের সামনে শান্তি পদযাত্রাও আলোচনা সভার আয়োজন করেছে ।
"সন্ত্রাস নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি" "এখনই পদক্ষেপ গ্রহণ করি,শান্তিময় বিশ্ব গড়ি। " - এই স্লোগান নিয়ে রবিবার (২১ সেপ্টেম্বর) নরসিংদী সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি) এই পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
সদর পিএফজি’র পিস অ্যাম্বাসেডর এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও পিএফজি কো-অর্ডিনেটর হলধর দাস এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল্লাহ খন্দকার, পিস অ্যাম্বাসেডর এডভোকেট রাজিয়া সুলতানা জুপি, নরসিংদী জেলা রিপোর্টার’স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক পিএফজি সদস্য মনিরুজ্জামান মনির, পিএফজি সদস্য মনজিল এ মিল্লাত, ওবায়দুল কবীর, মো: দেলোয়ার হোসেন ভূইয়া, সতীশ চন্দ্র বিশ্বাস, কাজী নজরুল ইসলাম, মো: আল আমিন মিয়া, সানজিদা রুমা, সদর সুজনের সম্পাদক সবুজ মিয়া প্রমুখ।
আলোচনা শেষে “ সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগান নিয়ে শান্তি পদযাত্রার র্যালী জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]