
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা এবং কামারগ্রাম পাশাপাশি দুটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাতেই নড়াইল আধুনিক সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জের ধরে দু’গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের পাশাপাশি দুই গ্রাম সরশুনা ও কামারগ্রাম এর লোকজনের মধ্যে দীর্ঘ দিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতা ছিল। এঘটনার জের ধরে শনিবার সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দু’গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। পরে স্থানীয় ও স্বজনরা আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষেআহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে তাদের আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় উভয়পক্ষের ৮ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]