ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ আসামি আটক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৯
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ আসামি আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং আসামিকে আটক করা হয়েছে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে বিজয়নগরের সরাইল উপজেলায় পূর্ব কালাছড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মাদক জব্দ ও আসামিদের আটক করে।


অভিযানে আসামিবিহীন ৯,৮৬৬ পিস ভারতীয় ইয়াবা আটক করে। আটককৃত ইয়াবার সিজার মূল্য ২৯ লক্ষ ৫৯ হাজার ৮ শত টাকা।


এছাড়াও ওই দিন রাত ৯টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বটতলী নামক স্থান থেকে ২ আসামিসহ ৯ বোতল ভারতীয় মদ, ১টি মোটরসাইকেল, ২টি ব্যবহৃত মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়।


আটককৃত আসামিরা হলেন - মো. রোকন (২৬), পিতা-মো. আক্কাস মিয়া, সানহাবুল্লা, এবং (২) আপন মিয়া (১৯), পিতা- মো. বকুল মিয়া, ঝিশাইল। উভয়ের বুল্লা, মাধবপুর, হবিগঞ্জ।


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ লক্ষ্যে আটককৃত আসামিদের, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানি মালামালসহ মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।


উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরনের চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com