
মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই মসজিদ কমিটির দ্বন্দ্বে মসজিদে তালাবদ্ধ থাকায় শুক্রবার সড়কে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন একপক্ষের মুসল্লিরা। এ ঘটনায় এলাকার মুসল্লীবৃন্দের মাঝে উত্তেজনা বিরাজ করে। পরে মুসল্লিদের বিরাজমান দ্বন্দ্ব নিরসন হয়।
২০ সেপ্টেম্বর, শনিবার বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে জেলা প্রশাসনের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে তা সমাধান করা হয়।
স্থানীয়রা জানায়, দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অর্ধশত বছর যাবত ওয়াক্তিয়া মসজিদ হিসেবে নামাজ আদায় করে আসছিল মুসল্লীবৃন্দ।পরবর্তীতে মুসল্লী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রায় এক বছর ধরে ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজ আদায় করে আসছেন মুসল্লিবৃন্দ।
এদিকে বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী উত্তর গোবধা বাইতুন্নুর জামে মসজিদ কমিটি ও মুসল্লীবৃন্দ সম্প্রতি ওই শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায়ে বাঁধা দেয়। তাদের দাবী মসজিদ থাকবে একটি, নতুন করে কোন মসজিদ করা যাবে না। একপর্যায়ে তারা গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) উত্তর গোবধা বাইতুননূর জামে মসজিদের মুসল্লীরা এসে ওই শঠিবাড়ী বাজার মসজিদে জোর করে তালা ঝুলিয়ে দেয়। এসময় বাঁধা দিতে এসে দুই মুসল্লী আহতও হয়।
পরে মসজিদ তালাবদ্ধ থাকায় গত শুক্রবার সড়কে পবিত্র জুম্মার নামাজ আদায় করছেন ওই শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লীবৃন্দ।
পরবর্তীতে মুসল্লীবৃন্দের দ্বন্দের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে লালমনিরহাট প্রশাসন উভয় পক্ষের মুসল্লী বৃন্দদের ঐক্যমতের ভিত্তিতে সুষ্ঠুভাবে এ সমস্যার সমাধান করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আকবর বলেন, নামাজ আদায় করাকে কেন্দ্র করে দুই মসজিদের বিরাজমান দ্বন্দ প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠুভাবে সমাধান করা হয়েছে।
বিবার্তা/হাসানুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]