
নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হককে বদলি করে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় নেওয়া হয়েছে। শনিবার (২০ সেপ্টম্বর) পুলিশ সুপারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বদলির এই আদেশ দেওয়া হয়।
নতুন ওসি হিসেবে গুরুদাসপুর থানায় দেওয়া হয়েছে নাটোর কোর্ট পুলিশের পরিদর্শক দুলাল হোসেনকে। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার মাসিক আইনশৃঙ্খলা সভায় নানা অভিযোগ করে ওসির ওপর অনাস্থা এনে তাকে প্রত্যাহারের দাবি জানান সভায় উপস্থিত সদস্যরা। ওই সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে। এ ঘটনায় শুক্রবার ‘আইনশৃঙ্খলা সভায় ওসির বিরুদ্ধে অনাস্থা, প্রত্যাহার দাবি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর একদিন পর শনিবার ওসিকে বদলির আদেশ দেওয়া হয়।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ওসি প্রত্যাহারের সংবাদটি তার নজরে এসেছে। বিষয়টি বিবেচনা করে জনস্বার্থে ওসি আসমাউল হককে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি করা হয়েছে।
বিবার্তা/জনি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]