
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অধীনে আখাউড়া পৌর শাখার ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের সিলভার ফর্ক রেস্টুরেন্টে জেলা জাসাসের আহ্বায়ক এনামুল হক জুয়েল ও সদস্য সচিব বায়জিদ আহমেদ হেলাল সাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে মো. সুমন ভূইয়াকে আহ্বায়ক, মো. বোহারী মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আনোয়ার হোসেন, মো. সবুজ মোল্লা, মো. ডলার ভূইয়া, মো. বিপ্লব ভুইয়া ও মো. এনামুল হক ভূইয়া। মো. রনি খাদেমকে সদস্য সচিব এবং মোহাম্মদ ওমরা খানকে সদস্য করা হয়েছে।
আখাউড়া উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল মালেক ভূঁইয়া সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথির ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক এনামুল হক জুয়েল ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ আহমেদ হেলাল এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা আইনজীবী ফোরামের সদস্য মোঃ নুরুজ্জামান প্রমূখ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাসের আহ্বায়ক এনামুল হক জুয়েল ও যুগ্ম আহ্বায়ক বায়জিদ আহমেদ হেলাল বলেন, “আখাউড়া পৌর শাখার নতুন আহ্বায়ক কমিটি সাংগঠনিক কার্যক্রমে প্রাণ সঞ্চার করবে। আমরা বিশ্বাস করি এই কমিটির নেতৃবৃন্দ জাসাসের সাংস্কৃতিক আন্দোলনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ সোহেল জাহান, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ও সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেন ও মোঃ মহিউদ্দিন, যুবদল নেতা মোঃ ফয়সাল আহমেদ, মোঃ রুবেল খান, মোঃ ওবায়দুল হক, মোঃ সজিব আহমেদ, জেলা যুগ্ম সম্পাদক ছাত্রদলের সাবেক মোঃ রুবেল খলিফাসহ জেলা জাসাসের অন্যান্য নেতৃবৃন্দ।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]