
টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর, শনিবার দিনব্যাপী উপজেলার পারখী মনির উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে সিদ্দিক মুন্সি চ্যারিটি’র উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্প পরিচালনা করেন সংগঠনটির পরিচালক মেহেদী হাসান বিন সিদ্দিক। এসময় আয়োজক কমিটির সভাপতি আরিফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় ৫ শতাধিক রোগীকে চোখের পরীক্ষা-নিরীক্ষা, চশমা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া প্রায় শতাধিক রোগীর ছানি অপারেশনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।
চিকিৎসা নিতে আসা স্থানীয়রা জানান, দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগলেও সঠিক চিকিৎসা পাওয়ার সুযোগ হয়নি। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের জন্য আশীর্বাদস্বরূপ।
এ বিষয়ে পরিচালক মেহেদী হাসান বিন সিদ্দিক বলেন, মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যেই আমরা মাঠে নেমেছি। শুধু কালিহাতী নয়, পাশের উপজেলার মানুষও এখানে চিকিৎসা নিতে এসেছেন। স্থানীয়দের সহযোগিতায় এ কার্যক্রম আরও এগিয়ে যাবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]