
নারীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করার প্রত্যয়ে দিনাজপুরের হাকিমপুরে নানা আয়োজনে হিলি উদ্যোক্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা গেটের সামনে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে পরিচিত পর্ব, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি উদ্যোক্তা সংগঠনের সভাপতি জাকিয়া ডলি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার শিফা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেরিনা আক্তার, সহ-সভাপতি লাভলী বানু, সদস্য নিপা প্রধান ও আয়শা সিদ্দিকাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিলি উদ্যোক্তার প্রতিষ্ঠাতা সদস্য আমেনা বেগম (শাহাজাদী)।
সংগঠনের সভাপতি জাকিয়া ডলি বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আমাদের এই সংগঠন কাজ করছে। আমরা চাই, হিলির নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে নেতৃত্বের আসনে থাকুক। ভবিষ্যতেও এই লক্ষ্য নিয়ে আমরা কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ!
নেতৃবৃন্দ জানান, নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ ও সামাজিক অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতেও সংগঠনটি নানামুখী কার্যক্রম অব্যাহত রাখবে।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]