দৌলতপুরে সড়কে গাছ ফেলে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫২
দৌলতপুরে সড়কে গাছ ফেলে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে সড়কে গাছ ফেলে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।


সশস্ত্র ডাকাত দল সড়ক ওপর গাছ ফেলে অ্যাম্বুলেন্সটি থামিয়ে অস্ত্রের মুখে রোগীর স্বজনদের কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হৃদরোগের রোগী লিটনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে পিপুলবড়িয়া মাঠের যাত্রীছাউনির সামনে গাছ ফেলে সড়ক অবরোধ করে ৫-৬ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে অ্যাম্বুলেন্সের চালক ও ভেতরে থাকা রোগীর স্বজনসহ ৪ জনকে জিম্মি করে অর্থ ছিনিয়ে নেয়।


অ্যাম্বুলেন্স চালক রতন আহমেদ জানান, রাত ১টার দিকে রোগীকে কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ডাকাতেরা গাড়ি আটকে আমার গলায় ছুরি ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।


রোগীর স্বজন জালাল উদ্দিন জানান, আমরা চালককে কাতলামারী হয়ে না গিয়ে অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি ওই পথেই যান। পথে এই ঘটনা ঘটে এবং আমাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।


দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, রাত সাড়ে ১২টার দিকে লিটন নামে একজন রোগী হৃদরোগ ও ডায়াবেটিস জনিত সমস্যা নিয়ে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। পথে অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক।


অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, এখনও পর্যন্ত আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com