
নাটোরের সিংড়ায় ১০ নং চৌগ্রম ইউনিয়ন জামায়াতের আয়োজনে সীরাতুন্নবী (স:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সাতবাড়িয়া, কান্তনগর ডোহাবাড়ি জামায়াতের কর্তৃক ক্ষিদ্রবড়িয়া স্কুল মাঠে এই সিরাতুন্নবী অনুষ্ঠিত হয়। ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৬০ নাটোর-৩ সিংড়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
আরো বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী, উপজেলা জামায়াতের আমির আবম আমানুল্লাহ, সেক্রেটারি এন্তাজ আলী, অফিস ও বায়তুল মাল সম্পাদক মাওলানা সেলিম খান, চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির কাহহার কামরুল, উপজেলা শিবিরের সভাপতি ইমরান ফরহাদ, চৌগ্রাম ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি সাইদুল ইসলাম, সহ সভাপতি এনামুল হক রফিক। অনুষ্ঠান পরিচালনা করেন, চৌগ্রাম ইউনিয়ন শিবিরের সভাপতি পারভেজ আহমেদ। সভায় বক্তারা, আগামী দিনে সকল জুলুম, শোষণের অবসান ঘটিয়ে ইসলাম সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার আহবান জানান।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]