শূন্যরেখায় শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগ করে দিলো বিজিবি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৫
শূন্যরেখায় শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগ করে দিলো বিজিবি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মা থাকেন ভারতে, আর মেয়ে পরিবার নিয়ে থাকে বাংলাদেশে। দুই দেশের মাঝে কাটাতারের বেড়া। চাইলেই দেখা হয়না মা-মেয়ের। তবে সীমান্ত বিভক্তি কখনও কখনও আবার হয়ে ওঠে মানবিকতার সেতু বন্ধন।


ঠিক তেমনই মৃত ভারতীয় নাগরিকের মেয়েকে সীমান্তের শূন্যরেখায় দাঁড়িয়ে শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগ দিয়ে মানবতার ব্যতিক্রমী এক উদাহরণ সৃষ্টি করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি।


শনিবার (৬ সেপ্টম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হৃদয়স্পর্শি ঘটনার বর্ননা দিয়েছেন বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভারতের নদিয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা জাহানারা বেগম (৬৫) গতকাল শুক্রবার বিকেলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। এর মধ্যে তার এক মেয়ে বৈবাহিক সূত্রে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে স্বামী-সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।


শোকাহত মেয়ে শেষবারের মতো মায়ের মুখ দেখতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নকে (৬ বিজিবি) জানালে তার সেই আবেদন গ্রহণ করা হয়। বিজিবি বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে।


শনিবার বিএসএফের সহযোগিতায় সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত মেহেরপুর সীমান্তের ১০৫ নম্বর মেইন পিলারের কাছে শূন্যরেখায় জাহানারা বেগমের মরদেহ আনা হয়। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে বসবাসরত তার কন্যা শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগ পান।


এসময় সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের। মা-মেয়ের শেষ দেখার এমন মর্মস্পর্শী দৃশ্য দেখে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।


এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, ‘সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ মূলমন্ত্রকে সামনে রেখে বিজিবি শুধু সুরক্ষা নয় বরং মানবিক মূল্যবোধকেও সর্বোচ্চ মর্যাদা দিয়ে থাকে। এ ধরনের ঘটনা সীমান্তবর্তী মানুষের মধ্যে আস্থা ও সৌহার্দ্যের সেতুবন্ধন রচনা করে।


তিনি বলেন, বিজিবি ও বিএসএফের সমন্বয়ে গড়ে ওঠা এই ঘটনা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক মানবিক সহমর্মিতার উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে। সীমান্তে শুধু নিরাপত্তা নয়, মানবিকতাও যে সর্বোচ্চ অগ্রাধিকার পেতে পারে, তার এক অনন্য প্রমাণ এই আয়োজন।


বিবার্তা/আসিম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com