ব্রেকফেল অটোরিকশার ধাক্কায় রাবি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২
ব্রেকফেল অটোরিকশার ধাক্কায় রাবি শিক্ষার্থীর মৃত্যু
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।


বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


নিহত শিক্ষার্থীর নাম মো. ইফতেখারুল ইসলাম। তার বাসা ঢাকার নিউমার্কেট এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ইফতেখারুল তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বিনোদপুর বাজারে যাচ্ছিলেন। এসময় একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় ব্রেকফেল করে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ইফতেখারুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ মর্গে পাঠানো হয়।


একজন প্রত্যক্ষদর্শী এই দুর্ঘটনার জন্য রিকশাচালকের বেপরোয়া চালানোকে দায়ী করেছেন। তিনি বলেন, “ইংরেজি বিভাগের যে ভাইটি মারা গেলেন এর সম্পূর্ণ দোষ রিকশাচালকের। উনি সোজা বিনোদপুর গেটের দিকে মোটরসাইকেলে করে আসছিলেন। ঠিক তখনই রিকশাটা হুট করে উল্টো দিকে ঘুরিয়ে নেয় যার কারণে এই দুর্ঘটনা ঘটলো এবং এই অকাল মৃত্যু হলো। সরকারের কাছে দাবি রিকশাচালকদের বেপরোয়া চলাচল বন্ধে ব্যবস্থা নিন।”


ইংরেজি বিভাগের সভাপতি ড. মো. মনিমুল ইসলাম জানান, মোটরসাইকেলে দুইজনই ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিনোদপুর কাঁচাবাজারের দিক থেকে একটি রিকশা ইউটার্ন নেওয়ার সময় হঠাৎ ব্রেকফেল করে মোটরসাইকেলে ধাক্কা দিলে পিছনে বসা ইফতেখারুল পড়ে গিয়ে মারা যায়।


রাজশাহী নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, আমরা ঘটনা জানার পর তাৎক্ষণিক ওই অটোরিক্সার ড্রাইভারকে আটক করেছি। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com