চোর সন্দেহে সিরাজগঞ্জে ২ জনকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০:০২
চোর সন্দেহে সিরাজগঞ্জে ২ জনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জ সদরে গরু চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।


রবিবার (৩ আগস্ট) রাতে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, কাজিপুর উপজেলার চর থেকে ৫-৬ জন গরু চুরি করে নৌকা নিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় বিষয়টি তাদের নজরে আসে৷ পরে নৌকা থামিয়ে দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। তবে বাকিরা পালিয়ে গেছে।


সোমবার (৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, রাতে গরু চুরি করে নৌকা দিয়ে যমুনা নদী পার হচ্ছিল একটি চক্র। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে আরেকটি নৌকা নিয়ে তাদের পথ আটকায়। এরপর নৌকার ভেতরেই বেশ কয়েকটি গরু পা বাঁধা অবস্থায় দেখতে পান তারা৷ তখন উত্তেজিত জনতা চোর সন্দেহে তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যায়। মরদেহ দুটি সিরাজগঞ্জ শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।


সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেসুর রহমান জানান, গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি হাসপাতালে রয়েছে৷ প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com